পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা ইউনিয়নের আড়িয়াডাঙ্গী গ্রামে বিদ্যালয়টি অবস্থিত । আতাইকুলা হইতে সুজানগর পাকা রাস্তার মধ্যবর্তী স্থানে বাওড়ে দক্ষিণ পার্শ্বে অবস্থিত । নারী শিক্ষার জন্যে বিদ্যালয়টির গুরুত্ব অপরিসীম । উক্ত বিদ্যালয়টি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত ।প্রতিষ্ঠালগ্ন হইতে এ পর্যন্ত সহস্রাধিক ছাত্র/ছাত্রী উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া সরকারী ও বেসরকারী উচ্চ পদস্থ কর্মকর্তা/কর্মচারী হিসাবে নিয়োজিত রয়েছে । বিদ্যালয়টিতে ছাত্র/ছাত্রীদের আসা যাওয়ার জন্য বাওড়ের উত্তর দক্ষিণ পাড় দিয়া দুইটি পাকা রাস্তা অবস্থিত ।
দক্ষিণ পার্শ্বস্থ পাকা রাস্তাটি বিদ্যালয় হইতে কাজীপুর ও চৈত্রহাটি গ্রামের মধ্যে দিয়া আতাইকুলা-সুজানগর রাস্তার সংযোগ হইয়াছে । পাঁচটি গ্রামের ছাত্র/ছাত্রী বিদ্যালয়টিতে লেখাপড়া করে । বিদ্যালয়টির চার কিঃমিঃ দক্ষিণে তাঁতিবন্দ উচ্চ বিদ্যালয়, পাঁচ কিঃমিঃ উত্তরে আতাইকুলা উচ্চ বিদ্যালয়, সাত কিঃমিঃ পূর্বে মিয়াপুর উচ্চ বিদ্যালয়, ছয় কিঃমিঃ পশ্শ্চিমে শ্রীকোল উচ্চ বিদ্যালয় অবস্থিত । বিদ্যালয়ের খেলার মাঠের পূর্বপার্শ্বে আড়িয়াডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও ফুরকানিয়া মাদ্রাসা অবস্থিত । দক্ষিণে বিস্তীর্ণ ফসলী মাঠ । উত্তরে একটি মসজিদ ও পশ্চিমে ঈদগাহ মাঠ এবং বাজার অবস্থিত । বিদ্যালয়য়ের চতুর পার্শ্বে বৃক্ষরোপণ করিয়া শোভাবর্ধন করা হইয়াছে ।
অত্র বিদ্যালয়টির বেশ কিছু সংখ্যক শিক্ষক/শিক্ষিকা জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছেন। এছাড়াও জাতীয় পর্যায়ে সঙ্গীত, নৃত্য , রচনা প্রতিযোগিতায় প্রায় প্রতি বছর অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে পুরস্কৃত হয়েছে ।